Vedam- হিন্দিতে যাকে বলে “অন্তিম
ফায়সালা”। আমার মনে হয় খুব কম লোকই আছে যে কিনা এই তেলেগু মুভি টা দেখেনাই। কিন্তু
যারা দেখেন নাই, তারা খুব ভালো একটা মুভি দেখা থেকে বঞ্চিত ছিলেন বলে আমি মনে করি।
আমি কয়বার যে দেখেছি তার হিসেব নাই। জতবার দেখি শুধু মনে হয় কেন শেষ হল মুভিটা।
২০১০ সালে মুক্তি পাওয়া
এইটা একটি তেলেগু ড্রামা ফিল্ম। যা হিন্দিতেও ডাবিং করা হয়েছে। মুভিটা একাধিক পুরষ্কার
পেয়েছে।যার মধ্যে ৪টা তেলেগু ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জিতেছে (বেস্ট মুভি, বেস্ট
ডিরেক্টর, বেস্ট অভিনেতা, বেস্ট অভিনেত্রী)
এই মুভিতে অভিনয় করেছে যথাক্রমে:
১। আল্লু আরজুন
২। মানজ মানছু
৩। আনুসকা সেটি
৪। মানোজ বাজপাই
এবং আরও অনেকে...
প্লটঃ
একজন আপকামিং সুপারস্টার
যার নাম থাকে বিবেক চক্রবর্তী (মানজ মানছু)
একজন প্রস্টিটিউট, নাম সারজা
(আনুস্কা)
একজন ঋণ গ্রস্থ গরিব লোক,
নাম রাম লালু (নাগায়া)
একজন মুসলমান লোক, নাম
রহিমুদ্দিন কুরায়সি ( মানজ বাজপাই)
এবং যার ক্যারেক্টারের অভিনয়
সবচেয়ে বেশি মন ছুয়ে গেছে এই মুভিতে সে আর কেউ নয়, নাম ক্যাবল রাজু (আল্লু আরজুন)
এই ৫টি প্রধান চরিত্রের জীবনের
চলমান কাহিনী নিয়ে এগিয়েছে এই মুভিটা। আশা করি মুভিটা দেখবেন। ভালো না লেগে যাবে
কোথায়।
হিন্দি ডাবিং করা এই মুভিটা ইউটিউব থেকে দেখতে পারেন খুব সহজেইঃ
0 মন্তব্য:
Post a Comment