Thursday 27 August 2015

বাসায় বসে সাবান প্রস্তুত করুন খুব সহজেই...

রসায়ন অবশ্যই মজার একটি বিষয়। আর সে মজাটাকে উপভোগ্য করার জন্য এখন আপনাদের শিখিয়ে দেয়া হবে, বাসায় সাবান প্রস্তুত করার কৌশল। মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাজার থেকেইতো সাবান কেনা যায় বাসায় বানানোর ঝামেলা করার দরকার কি? কেনা জিনিস আর নিজে বানানো জিনিস এর মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। আর নতুন একটা জিনিস শিখলেও মন্দ কি? তো চলুন শুরু করা যাক…
যা যা লাগবেঃ
  • ৫০ মিঃ লিঃ নারিকেল তেল ( প্যারাসুট নারিকেল তেলের ৫০ মিলির প্লাস্টিক বোতল পাওয়া যায় ) ,
  • ৫০ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাড NaOH ( এতো কঠিন নাম মনে রাখার দরকার নাই, দোকানে গিয়ে কস্তিক সোডা বললেই দিয়ে দিবে )
  • লবন।
কি করতে হবেঃ
১. ছোট একটি কড়াই বা পাতিল নিন।
২. তাতে তেল ঢেলে দিন ।
৩. একটু গরম করুন ( ১ মিনিট হলে হবে )
BEA-2৪. সাবধানে তেলের সাথে কস্তিক সোডা মেশান ।
৫. কিছুক্ষন গরম করুন।
৬. যখন দেখবেন করাই এ সাদা সাদা শক্ত বস্তু ( সাবান ) দেখা যাচ্ছে তখন করাই নামিয়ে ফেলুন।
৭. এবার পাত্রে হাল্কা পরিমান লবন দিন ( গ্লিসারিন থেকে সাবান আলাদা করার জন্নে লবন দিতে হবে, লবন না দিলে ও হবে – এ লাইন টুকু না বুজলে ও চলবে )
৮. সাবান রোঁদে শুকিয়ে নিন।
৯. সাবানের নির্দিষ্ট আকার দিন।
ব্যাস , প্রস্তুত হয়ে গেল সাবান। বাসায় প্রস্তুত করা এ সাবান অধিক ক্ষার যুক্ত , তাই ব্যবহার করার সময় সাবধান থাকুন ।
সতর্কতাঃ
১. করাই এ কস্তিক সোডা ঢালার সময় সাবধান থাকতে হবে ।
২. এ সাবান অধিক ক্ষার যুক্ত, তাই বাচ্চাদের হাতে দিবেন না ।
পোস্টটি পছন্দ হলে বলবেন। পরবর্তীতে আরও অনেক কিছু প্রস্তুত করা নিয়ে লেখার ইচ্চে আছে। তবে অবশ্যই এমন কিছু যার উপকরন দোকানে কিনতে পাওয়া যাবে।

0 মন্তব্য:

Post a Comment