Sunday, 30 August 2015

আজ হটাত যদি পরপারে চলে জান, তো আপনার ফেসবুক আইডির কি হবে?? তাই এখনই আপনার ফেসবুক একাউন্টের উত্তরাধিকার নির্বাচন করে নিন..

portablenews24.blogspot.com

পৈতৃক সম্পত্তির বা কোন দাতব্য উত্তরাধিকারের পরে ভার্চুয়ালে এলো ফেসবুকের নতুন অপশন লিগ্যাসি কন্টাক্ট। আপনি আপনার মৃত্যুর পরে উত্তরাধিকার হিসেবে আপনার ফ্রেন্ড লিষ্টের যে কাওকে লিগ্যাসি পারমিশন দিতে পারেন। এতে তার সাথে আপনার ঘটে যাওয়া মনে রাখার মত ঘটনাগুলি শেয়ার করতে পারবে। যাকে লিগ্যাসি দিবেন তাকে অবশ্যই ১৮ বছরের বা তার অধিক হতে হবে। এটা ব্যক্তিগত বিষয় যেহেতু তাই অপরিচিত কাওকে লিগ্যাসি না দেয়াই ভালো।
আপনি যদি পরপারে চলে যান আপনার আইডির কি হবে?
প্রথমত আপনি আইডিটি লিগ্যাসি নির্ধারন করে ডিলিট করতে পারবেন। অথবা স্মৃতি্র স্মারকচিহ্ন হিসেবে রেখে দিতে পারবেন।
যিনি লিগ্যাসি পাবেন তিনি যা যা করতে পারবেন আপনার প্রোফাইলেঃ-
১। আপনার টাইমলাইনে স্ট্যাটাস লিখে পিনড(সব সময় উপরে থাকবে) করে শেয়ার করতে পারবে।
এটা আপনার স্ট্যাটাস এর প্রাইভেসি সেটিং এর উপরে নির্ভর করে, যদি আপনার স্ট্যাটাসগুলি ফ্রেন্ডস করা থাকে তাহলে ফ্রেন্ডসরা লিগ্যাসি স্ট্যাটাস দেখবে। যদি পাবলিক করা থেকে থাকে তাহলে পাবলিকলিই হবে, আপনার লিগ্যাসি ইউজার প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবে না।
২। আপনাকে নতুন কেউ ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলে এক্সেপ্ট করতে পারবে।
৩। আপনার প্রোফাইল পিকচার ও কভার পিকচার চেঞ্জ করতে পারবে।
৪। আপনি কোন গ্রুপের এডমিন হয়ে থাকলে অন্য এডমিন আপনাকে রিমুভ করে দিতে পারবে বা স্মৃতি হিসেবে এডমিন বানাতে পারবে।
৫। পেজের এডমিন হয়ে থাকলে, অন্য কোন এডমিন আবেদন করলে সেটা ফেবু কর্তৃপক্ষ বিবেচনা করে আপনাকে এডমিন থেকে বাদ দিবে।
৬। আপনার শেয়ার করা পিকচার, স্ট্যাটাস, ভিডিও, ইনফো গুলো ডাউনলোড করতে পারবে, যদি আপনি ডাটা আর্কাইভ পারমিশন দিয়ে রাখেন।
৭। আপনি তাকে আপনার একাউণ্ট ডিলিট করার পারমিশন দিতে পারবেন। সে আপনার অবর্তমানে আপনার আইডি ডিলিট করে দিতে পারবে।

ফেবু চায় না আপনার মানহানি হোক তাই এমন কিছু করতে পারবে না। তাই বিশ্বস্ত/কাছের কাউকে লিগ্যাসি বানিয়েন নিন।
যা কিছু করতে পারবেনাঃ-
১। আপনার একাউন্টে লগিন করতে পারবে না।
২। আপনার শেয়ার করা স্ট্যাটাস, পিকচার বা যা কিছু শেয়ার করেছেন তার কিছুই ডিলিট বা এডিট করতে পারবে না।
৩।আপনার ইনবক্সে চ্যাটিং করা / মেসেজগুলি দেখতে পারবেনা।
৪। আপনার ফ্রেন্ড লিষ্ট হতে কাওকে রিমুভ করতে পারবে না।
যখন আপনি কারো উত্তরাধিকারঃ-
যদি আপনাকে কেউ উত্তরাধিকার নির্বাচন করে থাকে, বা আপনি কোন আইডির উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে নিচের কাজ গুলো করতে পারেন।
আপনি যার উত্তরাধিকার সেই আইডির প্রোফাইলে যান। কভার ফটোর ডান পার্শ্বে নিচে গিয়ে ম্যানেজ এ যান। এখানে তিনটা অপশন পাবেন। স্ট্যাটাস পিনড করা, ফ্রেন্ড রিকুয়েষ্ট এ রেস্পন্স করা, প্রোফাইল/কভার পিকচার চেঞ্জ করার।

যেভাবে লিগ্যাসি নির্ধারন করে দিবেনঃ-
সেটিংস এ গিয়ে সিকিউরিটি সেটিং এ যান। সেখানে Legacy Contact নামে নতুন অপশন পাবেন। এখানে আপনার ফ্রেন্ড এর নাম লিখে সার্চ করে এড করতে পারেন। এড করার পরে আপনি যাকে এড করেছেন তার ইনবক্সে একটি মেসেজ যাবে। Hi XXXX, Facebook now lets people choose a legacy contact to manage their account if something happens to them: FB Help Page
As you know me well and I trust you, I've chosen you. Please let me know if you want to talk about this.

শেষকথাঃ-
যদি আপনার ফেসবুকের আইডিটি ফেইক না হয়, অপ্রত্যাশিতভাবে কিছু হয়ে যাওয়ার আগেই আপনার মনের মত কাউকে লিগ্যাসি নির্ধারন করে দিন। যাতে আপনার আইডি টি আপনার অবর্তমানেও সুরক্ষিত থাকে। আর আপনার সাথে কারো মত বিরোধ হয়ে থাকলে সেটা হয়ত সে ভুলে যাবে বা ক্ষমা করে দেবে। কোন বন্ধু আপনার অপেক্ষায় থাকলে, সে হয়ত আপনার অপেক্ষা না করে আপনার পরপারের মঙ্গল কামনা করবে।
ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।

0 মন্তব্য:

Post a Comment