আপনিকি চাকুরী খুজছেন??? চাকুরী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন

যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ ‍যুগ থেকে ছিলো এবং থাকবে। তারই ধারাবাহিকতায় বর্ত মান অবস্থার পাশাপাশি নিজেকে আরো ভালো অবস্থানে নিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি চাকুরীর সাইট গুলোর প্রতি অনেকেরই নজর থাকে। কিন্ত চাকুরীর সকল সাইট গুলোতে নির্ভ রযোগ্য বলা যায় না। নিচে বৈশিষ্ট্য সম্বলিত চাকুরীর কয়েকটি ওয়েবসাইটের এর পরিচয় দেয়া হলো

আজ হটাত যদি পরপারে চলে জান, তো আপনার ফেসবুক আইডির কি হবে?? তাই এখনই আপনার ফেসবুক একাউন্টের উত্তরাধিকার নির্বাচন করে নিন..

পৈতৃক সম্পত্তির বা কোন দাতব্য উত্তরাধিকারের পরে ভার্চুয়ালে এলো ফেসবুকের নতুন অপশন লিগ্যাসি কন্টাক্ট। আপনি আপনার মৃত্যুর পরে উত্তরাধিকার হিসেবে আপনার ফ্রেন্ড লিষ্টের যে কাওকে লিগ্যাসি পারমিশন দিতে পারেন। এতে তার সাথে আপনার ঘটে যাওয়া মনে রাখার মত ঘটনাগুলি শেয়ার করতে পারবে। যাকে লিগ্যাসি দিবেন তাকে অবশ্যই ১৮ বছরের বা তার অধিক হতে হবে। এটা ব্যক্তিগত বিষয় যেহেতু তাই অপরিচিত কাওকে লিগ্যাসি না দেয়াই ভালো।

ভাইভা বোর্ডের এক্সটারনালদের হঠকারীতা !!!

ভাইভা শুধু জব সেক্টরে প্রবেশ করতে নয় , ফার্মেসি পড়ুয়াদের প্রত্যেকটি সেমিষ্টার শেষেও দেয়া লাগে প্রায় সব বিষয়ে ।এটা নিশ্চয়ই একটা ভাল পদক্ষেপ যাতে স্টুডেন্টদের ভেতরের জ্ঞানটা বের হয়ে আসে ।কিন্তু এই জ্ঞানের পরিধির বাইরে থেকেই যেই এক্সটারনাল প্রশ্ন করে , তাকে কি রামছাগল বলা যায় না !!!

Vedam (Antim faisla) - Movie Reviews + watch onliine free (না দেখে থাকলে চরম মিস করেছিলেন এতদিন)

Vedam- হিন্দিতে যাকে বলে “অন্তিম ফায়সালা”। আমার মনে হয় খুব কম লোকই আছে যে কিনা এই তেলেগু মুভি টা দেখেনাই। কিন্তু যারা দেখেন নাই, তারা খুব ভালো একটা মুভি দেখা থেকে বঞ্চিত ছিলেন বলে আমি মনে করি। আমি কয়বার যে দেখেছি তার হিসেব নাই। জতবার দেখি শুধু মনে হয় কেন শেষ হল মুভিটা। ২০১০ সালে মুক্তি পাওয়া এইটা একটি তেলেগু ড্রামা ফিল্ম। যা হিন্দিতেও ডাবিং করা হয়েছে। মুভিটা একাধিক পুরষ্কার পেয়েছে।যার মধ্যে ৪টা তেলেগু ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জিতেছে (বেস্ট মুভি, বেস্ট ডিরেক্টর, বেস্ট অভিনেতা, বেস্ট অভিনেত্রী)

ফেসবুকে আপনাকে কে ডিলিট বা আনফ্রেন্ড করল তা জেনে নিন!

ফেসবুকে প্রতিদিনই আমাদের কত নতুন নতুন ‘ফ্রেন্ড’ হচ্ছে। কিন্তু এরকম হতেই পারে যে, আপনি আপনার ফ্রেন্ডলিস্টের কোনো কোনো বন্ধুকে আর খুঁজে পাচ্ছেন না। বেশ কয়েকটি কারণে এমনটি হতে পারে। ফ্রেন্ডলিস্টের কোনো ফেসবুক বন্ধু যদি তার নিজের একাউন্ট ডিএক্টিভেট করে দেয় তাহলে সাইটটিতে তার বন্ধুরা তাকে আর দেখতে পাবেন না। আপনার কোনো ফেসবুক বন্ধু যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয় অর্থাৎ ফ্রেন্ডলিস্ট থেকে আপনাকে মুছে ফেলে তাহলে আপনি সেই ‘ফ্রেন্ড’কে আপনার বন্ধুতালিকায় দেখবেন না। কিন্তু ফেসবুকে যাদের ফ্রেন্ডলিস্ট বিশাল, তাদের পক্ষে সব বন্ধুর হিসেব রাখা কঠিন।

Monday, 31 August 2015

হুমায়ূন আহমেদের সকল বই ডাউনলোড করতে চাইলে এখানে আসুন !!!



A
Ami Ebong Koekti Projapoti | size : 6.68 mb | page :
Ami-ee Misir Ali | size : 10.46 mb | page :
Ashabori (Part 1) | size : 5.14 mb | page :
Ashabori (Part 2) | size : 4.83 mb | page :
Ayna Ghor (Part 1) | size : 2.22 mb | page :
Ayna Ghor (Part 2) | size : 2.21 mb | page :
Ayna Ghor (Part 3) | size : 2.09 mb | page :
achinpur | size : 5 mb | page :
Ahok | size : 2.42 mb | page :
alebele | size : 86 kb | page :
Amar Ache Jol | size : 3.11 mb | page :
Anonto Nakhotro | size : 2.88 mb | page :
Aporahnyo | size : 3.23 mb | page :
Aj chitrar biye | size :8 mb | page :



B
Baghbondi Misir Ali (Part01) | size : 5.03 mb | page :
Baghbondi Misir Ali (Part02 | size : 5.1 mb | page :
Baghbondi Misir Ali (Part01 | size : 5.3 mb | page :
Baghbondi Misir Ali (Part01 | size : 5.3 mb | page :
Bohubrihi (Part 1) | size : 5.59 mb | page :
Bohubrihi (Part 2) | size : 5.06 mb | page :
Brishti Bilash (Part 1) | size : 5.73 mb | page :
Bhoy (Part 1) | size : 4 mb | page :
Bhoy (Part 2) | size : mb | page :
Brihonnola | size : 4.27mb | page :
Brishti Bilash (Part 2) | size : 4.44 mb | page :
Bohubrihi (Part 3) | size : 3.78 mb | page :
Bashor | size : 4mb | page :
Botol Vut | size : 4.13 mb | page :



C
Chole Jay Boshonter Din (04 | size : 4.66 mb | page :
Cheleta | size : 8.24 mb | page :
Chayabithi | size : 6.30 mb | page :




Dorjar Opashe | size : 4.4 mb | page :
Dekha Na Dekha | size : 2.25 mb | page :



E
Eki Kando! | size : 3.89 mb | page :
Ei Shubhro Ei | size : 4.23 mb | page :



H
Himur Babar Kothamala | size : 2.4 mb | page :
Himur Hate Koyekti Nilpoddo | size : 2.31 mb | page :
Himur Rupali Ratri | size : 2.74 mb | page :



I
IREENA (Part 1) | size : 4.06 mb | page :
IREENA (Part 2) | size : 4.51 mb | page : 



J
Jalil Shaheber Petition | size :67 kb | page :



K
Krisnopokkho | size : 242 kb | page :
Kobi (Part 3) | size : 3.42 mb | page :
Kobi (Part 4) | size : 3.87 mb | page :
Kichukkhon (Part 1) | size : 4.16 mb | page :
Kichukkhon (Part 2). | size : 4.28 mb | page :
Kutu Mia (Part 1) | size : 4.36 mb | page :



M
Moyurakkhir Tire Prothom himu | size : 900 kb | page :
Mrinmoyeer Mon Valo Nei | size : 1.80 mb | page :
Mishir Alir Omimangshito 07 | size : 3.83 mb | page :
Mishir Alir Omimangshito | size : 4.19 mb | page :
Maddhanya (Part 1) | size : 4.42 mb | page :
Maddhanya (Part 2). | size : 4.16 mb | page :
Maddhanya (Part 3) | size : 4.26 mb | page :
Maddhanya (Part 4) | size : 3.91mb | page :
Mrinmoyee (Part 1) | size : 4.44 mb | page :
Mrinmoyee (Part 2) | size : 4.4 mb | page :
Mrinmoyee (Part 3) | size : 2.39 mb | page :
Magic Munshi | size : 4.62 mb | page :
Meger chaya | size : 8 mb | page :
Magic Munshi | size : 4.62 mb | page :
Meger chaya | size : 8 mb | page :



N
Nirbason | size : 2.19 mb | page :



O
Onnodin | size : 3.68 mb | page :
Onish | size : 2.88 mb | page :
Onno Vuban | size : 2.45 mb | page :



P
Paap | size : 1.3 mb | page :



R
Rodon Vora E Bosonto | size : 3.16 mb | page :
rupar palanka | size : 1.72 mb | page :



S
Se O Nortoki | size : 1.94 mb | page :
Shobai Gechhe Bone | size : 5.46 mb | page :
Shob Jatra | size : 660 kb | page :



T
Tumi amai deke chile chutir nimontrone | size : 4.44 mb | page :



U
Uralpankhi | size : 5 mb | page :

Sunday, 30 August 2015

আপনিকি চাকুরী খুজছেন??? চাকুরী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন।



যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ ‍যুগ থেকে ছিলো এবং থাকবে। তারই ধারাবাহিকতায় বর্ত
মান অবস্থার পাশাপাশি নিজেকে আরো ভালো অবস্থানে নিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি চাকুরীর সাইট গুলোর প্রতি অনেকেরই নজর থাকে।
কিন্ত চাকুরীর সকল সাইট গুলোতে নির্ভ রযোগ্য বলা যায় না।
নিচে বৈশিষ্ট্য সম্বলিত চাকুরীর কয়েকটি ওয়েবসাইটের এর পরিচয় দেয়া হলো -

১।  BDJOBS   এটি জব সাইট গুলোর মধ্যে সবচেয় জনপ্রিয় সাইট হিসেবে জায়গা করে নিয়েছে।  প্রতি মাসে গুগলে এডসেন্স থেকে সাইটটি অনেক বড় অংশ আয় করে থাকে।

২্। PROTHOM-ALOJOBS   বিডিজবস এরপর এ সাইটটির অবস্থান। ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন জব এখোনে সার্চ  দিয়ে পাবেন।

৩। BDJOBS TODAY  তুলনামূলকভাবে কম জনপ্রিয় হলেও এ সাইটটিও শীর্ষে  রয়েছে।  দেশের বিভিন্ন জব ক্যাটাগরি অনুযায়ী এখানেও সার্চ করতে পারেন।

৪।  JOBS A1 পাশাপাশি এ সাইটটিও শীর্ষে  রয়েছে।   বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানেও জব  সার্চ করতে পারেন।

৫। JOB STREET    দেশ বিদেশের বিভিন্ন জব সার্চ করতে পারেন এ সাইটের মাধ্যমে

৬।  ALL JOBS BD  এ সাইটটিতে আপনি জব খোজার পাশাপাশি জব টিউনও করতে পারেবন।

৭।  JOBSNEWS24   এখানে আপনি পত্রিকার সার্কুলার সহ জব এর খোজ পাবেন।

৮।  BD SOB  এ সাইটটিতেও আপনি জব খোজার পাশাপাশি সবকিছু পাবেন তাই এর নাম বিডিসব তাছাড়া  জব টিউনও করতে পারবেন 

৯। ENGINEERING AND OTHER JOBS   প্রকৌশল ভিত্তিক ও অন্যান্য দেশী বিদেশী জব এর জন্য আপনি এ সাইটটি ভিজিট করতে পারেন। 

১০। JOBS BANGLADESH প্রফেশনাল জবের সমন্বয় রয়েছে সাইটটিতে।  দেশ বিদেশের আপডেট জব নিয়ে সাইটটি জনপ্রিয়তা পাওয়ার আশায় এগিয়ে যাচ্ছে।   

তাছাড়া  ফেসবুক এর কয়েকটি ফ্যান পেজ চাকুরীর খোজ খবর দেয়ার ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। আপনি এসব পেজের সাথে কানেক্টেড থেকে আপডেট জব এর খোজ পেতে পারেন। 
BD JOBS FAN PAGE

BD JOBS CIRCULAR

CHAKRIR BAJAR

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।  
ভালো থাকবেন সবাই।

অডিও আর ভিডিও কনভার্ট করার জন্য বেস্ট একটি সফটওয়্যার any video converter (full verson)

এর গুনাগুন সম্পর্কে বলার মত বেশি কিছু নাই। কারন এটা দিয়ে এমন কোন ফাইল নাই যা কনভার্ট করা যায় না। সব অডিও আর ভিডিও কনভার্ট করা যায়। এছারাও আপনারা কিসের জন্য যেমন মোবাইল বা পিসি এর জন্য আলাদা সেকশন পাবেন। ফলে কনভার্ট করা সহজ হবে।

Rip and Extract Audio from CDs and Videos

Any Video Converter Freeware is also a free audio CD ripper and video to audio converter which can rip audio tracks from CDs, extract audio tracks, sound or background music from videos. What’s more, it supports converting audio files between different formats.
Supported audio inputs & outputs:MP3, AC3, OGG, AAC, WMA, M4A, WAV, APE, MKA, AU, M4B, AIFF, FLAC, DTS and more

Make Video Editing Easy!

It’s an easy job to personalize videos and make them special!
Trim video clips, crop video, rotate video, join videos into one. Add subtitles, audio tracks, watermark, special effects. Edit video codecs, dimension, bit rate, frame rate, sample rate, channel, video/audio quality and more.
Just edit your video as you like!
তাছারা ভিডিও থেকে অডিও, ভিডিও কাটা, জোগ করা ইত্যাদি করা যায়। তাই বেশি কিছু জানার দরকার নাই। ডাউনলোড করে ইনস্টল করুন আর ইঞ্জয় করুন। ড্রোপবক্স থেকে সরাসরি ডাউনলোড করুন।
size : 8.7mb
please use firefox or internet explorer for download
আজ এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন।

আজ হটাত যদি পরপারে চলে জান, তো আপনার ফেসবুক আইডির কি হবে?? তাই এখনই আপনার ফেসবুক একাউন্টের উত্তরাধিকার নির্বাচন করে নিন..

portablenews24.blogspot.com

পৈতৃক সম্পত্তির বা কোন দাতব্য উত্তরাধিকারের পরে ভার্চুয়ালে এলো ফেসবুকের নতুন অপশন লিগ্যাসি কন্টাক্ট। আপনি আপনার মৃত্যুর পরে উত্তরাধিকার হিসেবে আপনার ফ্রেন্ড লিষ্টের যে কাওকে লিগ্যাসি পারমিশন দিতে পারেন। এতে তার সাথে আপনার ঘটে যাওয়া মনে রাখার মত ঘটনাগুলি শেয়ার করতে পারবে। যাকে লিগ্যাসি দিবেন তাকে অবশ্যই ১৮ বছরের বা তার অধিক হতে হবে। এটা ব্যক্তিগত বিষয় যেহেতু তাই অপরিচিত কাওকে লিগ্যাসি না দেয়াই ভালো।
আপনি যদি পরপারে চলে যান আপনার আইডির কি হবে?
প্রথমত আপনি আইডিটি লিগ্যাসি নির্ধারন করে ডিলিট করতে পারবেন। অথবা স্মৃতি্র স্মারকচিহ্ন হিসেবে রেখে দিতে পারবেন।
যিনি লিগ্যাসি পাবেন তিনি যা যা করতে পারবেন আপনার প্রোফাইলেঃ-
১। আপনার টাইমলাইনে স্ট্যাটাস লিখে পিনড(সব সময় উপরে থাকবে) করে শেয়ার করতে পারবে।
এটা আপনার স্ট্যাটাস এর প্রাইভেসি সেটিং এর উপরে নির্ভর করে, যদি আপনার স্ট্যাটাসগুলি ফ্রেন্ডস করা থাকে তাহলে ফ্রেন্ডসরা লিগ্যাসি স্ট্যাটাস দেখবে। যদি পাবলিক করা থেকে থাকে তাহলে পাবলিকলিই হবে, আপনার লিগ্যাসি ইউজার প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবে না।
২। আপনাকে নতুন কেউ ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলে এক্সেপ্ট করতে পারবে।
৩। আপনার প্রোফাইল পিকচার ও কভার পিকচার চেঞ্জ করতে পারবে।
৪। আপনি কোন গ্রুপের এডমিন হয়ে থাকলে অন্য এডমিন আপনাকে রিমুভ করে দিতে পারবে বা স্মৃতি হিসেবে এডমিন বানাতে পারবে।
৫। পেজের এডমিন হয়ে থাকলে, অন্য কোন এডমিন আবেদন করলে সেটা ফেবু কর্তৃপক্ষ বিবেচনা করে আপনাকে এডমিন থেকে বাদ দিবে।
৬। আপনার শেয়ার করা পিকচার, স্ট্যাটাস, ভিডিও, ইনফো গুলো ডাউনলোড করতে পারবে, যদি আপনি ডাটা আর্কাইভ পারমিশন দিয়ে রাখেন।
৭। আপনি তাকে আপনার একাউণ্ট ডিলিট করার পারমিশন দিতে পারবেন। সে আপনার অবর্তমানে আপনার আইডি ডিলিট করে দিতে পারবে।

ফেবু চায় না আপনার মানহানি হোক তাই এমন কিছু করতে পারবে না। তাই বিশ্বস্ত/কাছের কাউকে লিগ্যাসি বানিয়েন নিন।
যা কিছু করতে পারবেনাঃ-
১। আপনার একাউন্টে লগিন করতে পারবে না।
২। আপনার শেয়ার করা স্ট্যাটাস, পিকচার বা যা কিছু শেয়ার করেছেন তার কিছুই ডিলিট বা এডিট করতে পারবে না।
৩।আপনার ইনবক্সে চ্যাটিং করা / মেসেজগুলি দেখতে পারবেনা।
৪। আপনার ফ্রেন্ড লিষ্ট হতে কাওকে রিমুভ করতে পারবে না।
যখন আপনি কারো উত্তরাধিকারঃ-
যদি আপনাকে কেউ উত্তরাধিকার নির্বাচন করে থাকে, বা আপনি কোন আইডির উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে নিচের কাজ গুলো করতে পারেন।
আপনি যার উত্তরাধিকার সেই আইডির প্রোফাইলে যান। কভার ফটোর ডান পার্শ্বে নিচে গিয়ে ম্যানেজ এ যান। এখানে তিনটা অপশন পাবেন। স্ট্যাটাস পিনড করা, ফ্রেন্ড রিকুয়েষ্ট এ রেস্পন্স করা, প্রোফাইল/কভার পিকচার চেঞ্জ করার।

যেভাবে লিগ্যাসি নির্ধারন করে দিবেনঃ-
সেটিংস এ গিয়ে সিকিউরিটি সেটিং এ যান। সেখানে Legacy Contact নামে নতুন অপশন পাবেন। এখানে আপনার ফ্রেন্ড এর নাম লিখে সার্চ করে এড করতে পারেন। এড করার পরে আপনি যাকে এড করেছেন তার ইনবক্সে একটি মেসেজ যাবে। Hi XXXX, Facebook now lets people choose a legacy contact to manage their account if something happens to them: FB Help Page
As you know me well and I trust you, I've chosen you. Please let me know if you want to talk about this.

শেষকথাঃ-
যদি আপনার ফেসবুকের আইডিটি ফেইক না হয়, অপ্রত্যাশিতভাবে কিছু হয়ে যাওয়ার আগেই আপনার মনের মত কাউকে লিগ্যাসি নির্ধারন করে দিন। যাতে আপনার আইডি টি আপনার অবর্তমানেও সুরক্ষিত থাকে। আর আপনার সাথে কারো মত বিরোধ হয়ে থাকলে সেটা হয়ত সে ভুলে যাবে বা ক্ষমা করে দেবে। কোন বন্ধু আপনার অপেক্ষায় থাকলে, সে হয়ত আপনার অপেক্ষা না করে আপনার পরপারের মঙ্গল কামনা করবে।
ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।

Saturday, 29 August 2015

ফেসবুক একাউন্ট ছাড়াই চ্যাট হবে ফেসবুক মেসেঞ্জারে!

image

এখন থেকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপে চ্যাট করার জন্য আর ফেসবুক একাউন্টের দরকার হবেনা। ফেসবুকে লগইন না করেও শুধুমাত্র মোবাইল নম্বর ও নাম ব্যবহার করে মেসেঞ্জারে একাউন্ট খোলা যাবে ও এর মাধ্যমে বার্তা আদান-প্রদান করা সম্ভব হবে। এছাড়া মেসেঞ্জারের ভয়েস কল, ভিডিও কল, স্টিকার, ফটো প্রভৃতি ফিচারও উপভোগ করা যাবে।
অবশ্য ফেসবুক ব্যবহারকারীরা তাদের এফবি একাউন্ট ব্যবহার করে বরাবরের মতই মেসেঞ্জারে সাইন-ইন ও চ্যাট করতে পারবেন। মেসেঞ্জারে এখন থেকে ফোন নাম্বার ও ফেসবুক একাউন্ট উভয় তথ্য দিয়েই লগইন করার সু্যোগ থাকছে।
মোবাইল নম্বরের সাহায্যে মেসেঞ্জার একাউন্ট তৈরি করে নম্বরটি বন্ধুদের দিলে তারা এর সাহায্যে আপনাকে খুঁজে নিতে পারবে। অনেকটা ভাইবারে যেরকম হয়ে থাকে আরকি।
কিন্তু ফেসবুক বলছে, এভাবে শুধুমাত্র ফোন নম্বর ও নাম দিয়ে মেসেঞ্জার একাউন্ট ওপেন করলে সেক্ষেত্রে আপনার মেসেজগুলো শুধুমাত্র একটি ডিভাইসেই পাওয়া যাবে। অর্থাৎ আপনি যদি একাধিক ডিভাইসে মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে মেসেজগুলো প্রত্যেক ডিভাইসে সিনক্রোনাইজ হবেনা। ডিভাইসেই থেকে যাবে। এজন্যই মেসেঞ্জারে একাউন্ট না করে সরাসরি ফেসবুকে একাউন্ট ওপেন করার পরামর্শ দিচ্ছে কোম্পানিটি।
তবে, যারা নিজের মূল ফেসবুক একাউন্ট প্রকাশ না করে মেসেঞ্জারে চ্যাট করতে চান তাদের জন্য এটি বেশ ভাল উপায় হবে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন কাজে শুধুমাত্র ফোন নম্বরের সাহায্যে বার্তা আদান-প্রদান করতে পারবে।
বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা, ভেনিজুয়েলা ও পেরুতে মেসেঞ্জারে ফোন নাম্বার দিয়ে একাউন্ট খোলা যাচ্ছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও সুবিধাটি চালু হবে।

ফেসবুকে আপনাকে কে ডিলিট বা আনফ্রেন্ড করল তা জেনে নিন!

portablenews.blogspot.com

ফেসবুকে প্রতিদিনই আমাদের কত নতুন নতুন ‘ফ্রেন্ড’ হচ্ছে। কিন্তু এরকম হতেই পারে যে, আপনি আপনার ফ্রেন্ডলিস্টের কোনো কোনো বন্ধুকে আর খুঁজে পাচ্ছেন না। বেশ কয়েকটি কারণে এমনটি হতে পারে। ফ্রেন্ডলিস্টের কোনো ফেসবুক বন্ধু যদি তার নিজের একাউন্ট ডিএক্টিভেট করে দেয় তাহলে সাইটটিতে তার বন্ধুরা তাকে আর দেখতে পাবেন না। আপনার কোনো ফেসবুক বন্ধু যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয় অর্থাৎ ফ্রেন্ডলিস্ট থেকে আপনাকে মুছে ফেলে তাহলে আপনি সেই ‘ফ্রেন্ড’কে আপনার বন্ধুতালিকায় দেখবেন না। কিন্তু ফেসবুকে যাদের ফ্রেন্ডলিস্ট বিশাল, তাদের পক্ষে সব বন্ধুর হিসেব রাখা কঠিন। কে কখন অ্যাড করল কিংবা কে কখন ডিলিট করে দিল তা টের পাওয়া সহজ কাজ নয়। তবে একটি অ্যাপ কিংবা ব্রাউজার এক্সটেনশনের সাহায্যে আপনি স্বয়ংক্রিয়ভাবেই আপনার ফ্রেন্ডলিস্টে নজর রাখতে পারবেন।
portablenews.blogspot.com
‘হু ডিলিটেড মি অন ফেসবুক’ নামক একটি সার্ভিসের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন ফেসবুকে আপনার কোন ফ্রেন্ড আপনাকে রিমুভ/আনফ্রেন্ড করেছে। এজন্য আপনার কম্পিউটারের ব্রাউজারে ছোট্ট একটি এক্সটেনশন “হু ডিলিটেড মি” ইনস্টল করতে হবে। এরপর ওই ব্রাউজারে আপনার ফেসবুক একাউন্টে ভিজিট করলে কয়েক ঘন্টা পর থেকে নিয়মিতভাবে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টের নতুন কিংবা হারানো সদস্যদের সংখ্যা জানতে পারবেন।
portablenews.blogspot.com
কে আপনাকে বন্ধু তালিকা থেকে বাদ দিল কিংবা কোন বন্ধুর একাউন্ট বন্ধ হয়ে গেল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে এই অ্যাপটি। এই লিংক থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটি ইনস্টল করে নিন। এছাড়া ফায়ারফক্সঅপেরাআইওএস এবং এন্ড্রয়েডের জন্যও অ্যাপটি পাওয়া যাচ্ছে।

ফেসবুকের সেরা একটি ট্রিক, আপনাদের কাজে আসবেই ! ! !

portablenews24.blogspot.com

ফেসবুকে এখন কম বেশী সবাই আসক্ত। আমার আসক্তির পরিমানটা বোধহয় একটু বেশী। ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা ৩০০ এর উপরে। এতো বন্ধু থাকাটা একদিক থেকে সুবিধার আরেকদিক থেকে ঝামেলারও। সুবিধা বলতে অনেকেই অনেক কিছু শেয়ার করে, সেখান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, ভালোলাগাটা শেয়ার করা যায়। অসুবিধা বলতে এতো বেশী স্ট্যাটাস আপডেট আসে যে হিজিবিজি হয়ে যায়। প্রিয়জনদের স্ট্যাটাস আপডেট খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে। 
আগে মাঝে মাঝে ভাবতাম, এমন যদি হতো - 

-ক্লোজ ফ্রেন্ডদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে পাবো 
-সামুর বন্ধুদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করে পাবো 
-অফিসের কলিগদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করা মাত্রই পাবো
 

জিনিষটা ভাগ ভাগ হয়ে গেলে সবার সাথে যোগাযোগটাও যেমন বৃদ্ধি পেতো আবার অনেক অনাকাঙ্খিত জিনিষও ফিল্টার করা যেত !! 

আজকে এই ট্রিকটা নিয়েই লিখছি যে, কিভাবে আপনার বন্ধুদের ফিল্টার করবেন তাদের কে না জানিয়েই ! ! ! 

portablenews24.blogspot.com

ধাপ ১: 
হোম এ গিয়ে সর্ববামদিকের প্যানেলের নিচে "Create" এ ক্লিক করুন- 



ধাপ ২: 
গ্রুপটির একটি নাম দিন, যেমনঃ People I care about or Close Friends or Family or Blog Friends etc 
ধরুন নামটা People I care about 



ধাপ ৩: 
এবার বন্ধু সিলেকশনের পালা। এই গ্রুপে কাকে কাকে রাখতে চাচ্ছেন তা নাম টাইপ করে- 



অথবা স্ক্রল করে সিলেক্ট করতে থাকুন- 



ধাপ ৪: 
সিলেকশন করার পর ওকে করে গ্রুপটি তৈরি হয়ে গেল- 



ধাপ ৫: 
এবার সেই গ্রুপটিকে ড্র্যাগ করে একদম উপরে নিয়ে আসুন- 



এখন থেকে People I care about এর নিউজ ফিডগুলো আসা শুরু করবে এবং বাকীগুলো ফিল্টার হয়ে যাবে। 

এভাবে নিচের ছবির মতো বিভিন্ন গ্রুপ করে সেইগুলোতে ক্লিক করুন 



গ্রুপ অনুযায়ী ফিড পাবেন। 

হ্যাপি ফেসবুকিং ! ! ! ভালো থাকুন, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি ! 

IDM অথবা যেকোন ডাউনলোড ম্যানেজার দিয়ে টরেন্ট ডাউনলোড করতে চাইলে এই পোস্ট আপনার জন্যই !!!

প্রথম পদ্ধতি 

IDM দিয়ে টরেন্ট ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে www.torrific.com এই ওয়েব সাইটে যেতে হবে।ওয়েব সাইটে প্রবেশে এর পর আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন।portablenews24.blogspot.comসেই খানে যথারীতি আপনি সাইন আপ করে নিবেন। 

নিবেন।সাইন আপ শেষে লগইন করলে আপনে এই রকম একটি উইন্ডো পাবেন।portablenews24.blogspot.comএরপর যে কোন টরেন্ট ক্লাইন্ট যেমন : পাইরেটবে,আই সো হান্ট ইত্যাদি থেকে আপনার টরেন্ট ফাইলটা ডাউনলোড করবেন ঐ খানে যাবেন। আর একটু সহজ করে বলছি, 

ধরুন আপনি পাইরেট বে থেকে এই মুভিটি ডাউনলোড করতে চান।portablenews24.blogspot.comচান।তো তাহলে আপনি পাইরেট বে এর ওয়েব এড্রেসটি কপি করবেন।portablenews24.blogspot.comএবং তা এই খানে পেষ্টportablenews24.blogspot.comকরে get বাটনে ক্লিক করবেন। 

করবেন।এরপর আপনি এই উইন্ডোটি পাবেন ।portablenews24.blogspot.com।পাওয়ার পর আপনি এইখানে ডাউনলোড এ ক্লিক করবেন এবং এই উইন্ডোটি পাবেন।portablenews24.blogspot.comপাবেন।এটি পাওয়ার আপনি initiate bittorrent transmission বাটনে ক্লিক করবেন।সাথে সাথে এই উইন্ডো পাবেন।portablenews24.blogspot.comপাবেন।এইখানে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনার টরেন্ট টি available কিনা ,যদি available হয় তাহলে পাবেন যে please click files to download । আর যদি তা available না থাকে তাহলে সেটি কত ক্ষণের মধ্য available হবে তা বলে দেবে আপনাকে মেইল এর মাধ্যমে জানিয়ে দিবে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটিportablenews24.blogspot.comIDM দিয়ে ডাউনলোড করে নিবেন। 

আপনি যখন ফাইলটি ডাউনলোড করছেনportablenews24.blogspot.comতখন কিন্তু টরেন্ট দিয়ে ডাউনলোড করছেন না। বরং আপনার ফাইলটি torrific.com নিজের সার্ভারে আপলোড করে HTTP এর মাধ্যমে ডাউনলোড করে দেয়।আর একে বলা হয় লিচিং। 

দ্বিতীয় পদ্ধতি 

দ্বিতীয় পদ্ধতিটা ও অনেকটা লিচিং এর মতই। এই খানে বেশকিছু ওয়েব সাইট আপনাকে এই সুবিধা দিবে।এর মধ্যে আছে : 
www.ravishare.com 
www.10upload.com 
এ রকম আরও দু একটি সাইট আছে যেগুলো তে টাকা লাগে কিন্তু উপরোক্ত সাইটে টাকা লাগে না। 
এই খানে আপনি প্রথমে আপনার টরেন্ট এর পিচ্চি ফাইল ডাউন লোড করবেন এবং সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আইডি,পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর এইরকম উইন্ডো আসবে। 
এখান থেকে Torrent Leech এ ক্লিক করবেন এবং উক্ত টরেন্ট এর ছোট্ট ফাইলটি আপলোড করে দিবেন।সমস্যা হল এই খানের আপলোড অনেক ধীরগতির।যার-ফলে বিরক্তি চলে আসে প্রায়ই।তো আপলোড শেষ হলে আপনি আপলোড ফাইল এ গিয়ে আপনার আপলোড-কৃত ফাইলস এর এইখানে Create download link 

এ ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক। 

তৃতীয় পদ্ধতি 

আপনি অপেরা ব্রাউজারে মাধ্যমে টরেন্ট ডাউনলোড করতে পারেন।ওপরেরা নিজস্ব ডাউনলোড ম্যনেজার দিয়ে টরেন্ট নামানো যায় টরেন্ট ক্লাইন্ট ছাড়া। 
এ ছাড়া ও ফায়ারফক্স দিয়ে টরেন্ট নামাতে এই এড ওয়ানটি ব্যবহার করতে পারেন। 

*********আশা করি উক্ত উপায়ে ডাউনলোড করে আপনি টরেন্ট ফাইল আরও দ্রুত ডাউনলোড করতে পারবেন।

ফেসবুক আইডির ফটো ভেরিফিকেশন একটি বিরাট ঝামেলা। একে এখনই ঝেড়ে ফেলুন খুব সহজেই !!

  আমি মনে করি প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশী গ্রহণ যোগ্য। তাই আজ যেই টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা একধরনে প্রতিরোধ মূলক টিপস।
1। আপনার ফেসবুকে লগইন করুন। তারপর নিচের চিত্র গুলো দেখুন… privacy settings  যান।
portablenews24.blogspot.com
2। এখন  Timeline and Tagging সিলেক্ট করুন।
portablenews24.blogspot.com
3। নিচের ছবিটি দেখুন এখান থেকে Who can add things to my timeline? এ গিয়ে Edit এর ক্লিক করুন।
portablenews24.blogspot.com
4।  নিচের চিত্র দেখুন এখানে Disabled সিলেক্ট করুন।
portablenews24.blogspot.com
5। অবশেষে Close এ ক্লিক করে ফিরে আসুন।
portablenews24.blogspot.com
ব্যাস আলহামদুলিল্লাহ আপনার কাজ শেষ।
এতক্ষন কি করলাম যারা বুঝেন নি তাদের বলছি…. ফেসবুকে তো আর সকল ফ্রেন্ডকে চিনে রাখা যায় না। ধরুন একজন অপরিচিত ফ্রেন্ড আপনাকে যেকোন একটি ছবি ট্যাগ করল। কিছুদিন পর আপনি ফটো ভেরিফিকেশনের ঝামেলায় পড়লেন। তখন ফেসবুক আপনাকে ঐছবিটি দেখিয়ে বলল ভেরিফিকেশন করতে। এখন বলুনতো ঐ ফ্রেন্ডতো আপনার অপরিচিত। আপনি এত এত ফ্রেন্ড থেকে কিভাবে বুঝবেন যে কোন ফ্রেন্ড আপনাকে ঐ ছবিটি ট্যাগ করল। আবার অনেক সময় অনেকে অনেক ধরনে লেখা যুক্ত বা অনেক সময় কুরবানীর ঈদের সময় গরুর ছবিও ট্যাগ করে থাকে। বলুনতো এখন কি ছবি দেখে বলা সম্ভব যে কে আপনাকে এই ছবিটি ট্যাগ করল?
যখন কেউ আপনাকে কোন ছবি ট্যাগ করে তখন ঐছবিটি অটোমেটিকলি আপনার টাইমলাইনে এসে যায়। কিন্তু উপরের টিপসটি যদি আপনি গ্রহণ করেন তাহলে অটোমেটিকলি আর টাইমলাইনে আসতে পারবে না, আপনার অনুমতি লাগবে।
অর্থাৎ যখন কেউ আপনাকে কোন কিছু ট্যাগ করবে তখন ঐট্যাগ টি আপনার কাছে অনুমতি চাইবে আপনার টাইমলাইনে এড হওয়ার জন্য। আপনি যদি চান এই ট্যাগটি গ্রহণ করতে তাহলে Add to timeline এ ক্লিক করলেই আপনার টাইমলাইনে এড হয়ে যাবে। আর আপনি চান যে এই ট্যাগটিকে আপনি গ্রহণ করবেন না। তাহলে
Hide এ ক্লিক করে Remove করে দিতে পারবেন।
এভাবে সবট্যাগ গুলিকে রিমুভ করে দিয়ে আপনার আইডিকে ট্যাগ মুক্ত রাখুন। যদি কোন দিন আপনাকে ভেরিফিকেশনে ফেলে দেয় তাহলে শুধুমাত্র আপনার মোবাইল ভেরিফিকেশন চাইবে। যা একদম সহজ শুধু মাত্র আপনার মোবাইলে একটি কোড এসএমএস এ আসবে আর সেই কোডটি ভেরিফিকেশন বক্সে দিয়ে দিলেই আপনাকে আব‍ার আইডিটি খুলে দিবে ইনশআল্লাহ।
তাই আর আপনাকে ফটোভেরিফিকেশনের ঝামেলায় পড়তে হবে না। কারণ আপনিতো আগেই সকল ট্যাগ রিমুভ করে রেখেছেন।

Thursday, 27 August 2015

রসায়নের পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল!!

এই ব্লগের অধিকাংশ ব্লগার ও পাঠক ভাই বোনেরা স্টুডেন্ট তাই আজ আমি আপনাদের জন্য এমন একটা পোষ্ট করব যেটা ছাত্র ছাত্রীদের জন্য খুব কাজে লাগবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের। আমরা জানি রসায়ন শাস্ত্রের পর্যায় সারণী মনে রাখা খুবই কঠিন তাই আপনাদের সাথে এমন একটা কৌশল শেয়ার করছি যেটা মুখস্থ করলে পর্যায় সারনী মনে রাখা খুব সহজ হয়ে যাবে।

periodic table of chemistry


গ্রুপ 1A: H Li Na K Rb Cs Frহায়রে! লি না কে রুবি সাজাবে ফ্রান্সে !
গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Raবেগুনী, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ ।
গ্রুপ 3A : B Al Ga In Tlবাংলাদেশ আওয়ামীলীগ গেলো ইন্ডিয়ার তালে!
গ্রুপ 4A: C Si Ge Sn Pbচলো, সিলেট গেলে সানগ্লাস পাব ।
গ্রুপ 5A: N P As Sb Biনদীতে পানি আসে সব বিকালে ।
গ্রুপ 6A : O S Se Te Poও এস এসসি তে পড়ে ।
গ্রুপ 7A : F Cl Br I AtFirst Class British Indian Architect.
ল্যান্থানাইডঃ Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Luছেলে , প্রীতি এন্ড পমসম । ইউরোপ গুড, তবে ডাইরিয়া হয় । আর টমেটো ইয়লো ব্লু !অ্যাক্টিনাইডঃ Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lrথাকলে পাশে ইউ এনপি, পুঁথি আমার কমেনা। বিকেলে ক্যাফেতে আইনস্টাইন FM, মুড নষ্টের লহর ।
পর্যায়-১ : H HeHi! He
পর্যায়-২ : Li Be B C N O F NeLies Because Boron Can Not Oxide Florine and Neon.পর্যায়-৩ : Na Mg Al Si P S Cl ArNations Might Also Sign Peace Security Clause Argument.
পর্যায়-৪: Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn.Scachin Tiendulkar Very (good) Cricketer Man (of the match) Feor (the) Country Niot (for) CuZn ((cousin))
পর্যায়-৫: Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag CdY and Z – two friends – sing “Namba Teacher R-square” (Our teacher R-square) from “Paddy Again” to a Cd.
সবাইকে অনেক ধন্যবাদ।

বাসায় বসে সাবান প্রস্তুত করুন খুব সহজেই...

রসায়ন অবশ্যই মজার একটি বিষয়। আর সে মজাটাকে উপভোগ্য করার জন্য এখন আপনাদের শিখিয়ে দেয়া হবে, বাসায় সাবান প্রস্তুত করার কৌশল। মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাজার থেকেইতো সাবান কেনা যায় বাসায় বানানোর ঝামেলা করার দরকার কি? কেনা জিনিস আর নিজে বানানো জিনিস এর মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। আর নতুন একটা জিনিস শিখলেও মন্দ কি? তো চলুন শুরু করা যাক…
যা যা লাগবেঃ
  • ৫০ মিঃ লিঃ নারিকেল তেল ( প্যারাসুট নারিকেল তেলের ৫০ মিলির প্লাস্টিক বোতল পাওয়া যায় ) ,
  • ৫০ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাড NaOH ( এতো কঠিন নাম মনে রাখার দরকার নাই, দোকানে গিয়ে কস্তিক সোডা বললেই দিয়ে দিবে )
  • লবন।
কি করতে হবেঃ
১. ছোট একটি কড়াই বা পাতিল নিন।
২. তাতে তেল ঢেলে দিন ।
৩. একটু গরম করুন ( ১ মিনিট হলে হবে )
BEA-2৪. সাবধানে তেলের সাথে কস্তিক সোডা মেশান ।
৫. কিছুক্ষন গরম করুন।
৬. যখন দেখবেন করাই এ সাদা সাদা শক্ত বস্তু ( সাবান ) দেখা যাচ্ছে তখন করাই নামিয়ে ফেলুন।
৭. এবার পাত্রে হাল্কা পরিমান লবন দিন ( গ্লিসারিন থেকে সাবান আলাদা করার জন্নে লবন দিতে হবে, লবন না দিলে ও হবে – এ লাইন টুকু না বুজলে ও চলবে )
৮. সাবান রোঁদে শুকিয়ে নিন।
৯. সাবানের নির্দিষ্ট আকার দিন।
ব্যাস , প্রস্তুত হয়ে গেল সাবান। বাসায় প্রস্তুত করা এ সাবান অধিক ক্ষার যুক্ত , তাই ব্যবহার করার সময় সাবধান থাকুন ।
সতর্কতাঃ
১. করাই এ কস্তিক সোডা ঢালার সময় সাবধান থাকতে হবে ।
২. এ সাবান অধিক ক্ষার যুক্ত, তাই বাচ্চাদের হাতে দিবেন না ।
পোস্টটি পছন্দ হলে বলবেন। পরবর্তীতে আরও অনেক কিছু প্রস্তুত করা নিয়ে লেখার ইচ্চে আছে। তবে অবশ্যই এমন কিছু যার উপকরন দোকানে কিনতে পাওয়া যাবে।

এই ১০টি সেটিং জেনে নিলে আপনার ওয়াইফাই রাউটার দিবে সবথেকে ভালো স্পিড ...

আপনি কি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন? আমি কিন্তু করি। আচ্ছা ওয়াইফাই নেট ব্যবহারের সুবিধা গুলো কি? অসাধারন গতি সাথে কম মূল্য। আর আসুবিধা? সময় সময় নেট লাইন পুরাই বিদ্যুৎ লাইনের মতো ব্যবহার করে। একবার গেলে আর কোন খবর থাকে না।
তারপরেও আমি বলবো ব্রডব্যান্ড বেস্ট। অন্তত আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার যদি ভদ্রলোক হয় তবে অনেক শান্তিতে নেট চালাতে পারবেন।
এখন সরাসরি কাজের কথায় আসবো। আপনি কি জানেন, যেভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছেন তার থেকে আরও বেশী সুবিধা ভোগ করে সেটি ব্যবহার করা সম্ভব। কিভাবে?
wi-fi-router
#১ আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন-
সবসময় আপডেট রাউটার ব্যবহার করুন। অনেক সময় এমন হয়, আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইচ্ছা করে তাদের নিজস্ব রাউটার আপনাকে ধরিয়ে দিবে। যেটা পরে যেয়ে অনেক বিড়ম্বনার কারন হতে পারে। তাই রাউটার কিনবেন নিজের ইচ্ছা মতো দেখে শুনে।
#২ সুবিধা জনক যায়গাতে রাউটারটি স্থাপন করুন-
রাউটারটি স্থাপন করবেন এমন একটি স্থানে যেখান থেকে প্রায় সব ঘড়ে সমান ভাবে সিগন্যাল পৌছাতে পারে। এই আরও বিস্তারিত জানতে চাইলে পড়তে পারেন-
#৩ শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা-
কথাটা কেমন শোনাচ্ছে না? হুম, পাসওয়ার্ড আবার কি মাইনে রাখে? রাখে, কারন আপনি যখন একটা শক্ত পক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন আর বাইরের কেউ আপনার নেট লাইন ব্যবহার করতে পারবে না। প্লাস পাবেন সিকিউর নেট সার্ভিস।
#৪ ওয়াইফাই চ্যানেল-
সবসময় সঠিক ওয়াইফাই চ্যানেল ব্যবহার করবেন। বেশিরভাগ সার্ভিস প্রভাইডার ২.৪ গিগাহার্জ ব্যবহার করে যেটা সবার জন্য পারফেক্ট নাও হতে পারে।
#৫ পুরনো ডিভাইস ডিসকানেক্ট করে রাখুন-
কথাটার মানে হল, যখন কোন ডিভাইস আর ব্যবহার করবেন না তখন সেটি ওয়াইফাই রাউটার থেকে ডিসকানেক্ট করে রাখুন।
#৬ পিং টেস্ট-
সময় সময় পিং টেস্টের মাধ্যমে আপনার নিয়মিত ইন্টারনেট গতি পরিক্ষা করতে পারেন, আর এ জন্য আপনাকে এই সাইটে যেতে হবে-http://www.pingtest.net/
#৭ রিস্টার্ট-
অনেক সময় এমন হয় দেখবেন আপনার রাউটার চলতে চলতে হ্যাং করে। আর হটাৎ করেই স্পীড গায়েব বা নেট লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এমতাবস্থায় কিচ্ছু করবেন না জাস্ট রাউটার টা একবার অফ করে অন করুন বা রিস্টার্ট দিন।
#৮ একাধিক রাউটারের ব্যবহার-
অনেক সময় এমন হয়, আপনার ফ্লোরের স্পেস অনেক বড় আর দুর্ভাগ্য বসতো আপনি যে রাউটারটি কিনেছেন সেটি সম্পূর্ণ ফ্লোর কভার করতে পারছে না যার ফলে আপনার নেট স্পীড অনেক কম আসছে। একটি কাজ করুন নতুন আরেকটি বড় দেখে রাউটার কিনুন বা ছোট আরেকটি রাউটার কিনে সেটি ঘড়ের আরেক কোনায় সেট করে নিন।
#৯ একই সিগন্যালের ডিভাইস থেকে দূরে রাখা-
মনে রাখবেন আপনার ঘড়ের কিছু কমন ইলেক্ট্রনিক ডিভাইস আছে জেগুলা ঠিক একই ২.৪ গিগাহার্জ ব্যবহার করে। যেমন, টিভি, কডলেস ফোন, মাইক্রোওয়েভ ওভেন, ইত্যাদি। আর আপনি যদি সেই একই ডিভাইসের পাসে রাউটার স্থাপন করেন তবে স্বাভাবিক ভাবেই রাউটার তার নিজস্ব সিগন্যাল দিতে বাধা গ্রস্ত হবে।
#১০ এন্টেনা-
প্রয়োজনের উপরে ভিত্তি করে চেষ্টা করুন এন্টেনা সহ রাউটার কিনতে। আর আপনি চাইলে পুরনো রাউটারের এন্টেনা পরিবর্তন করে নতুন বড় বা আরও উন্নত এন্টেনা লাগিয়ে নিতে পারবেন। এটা করার জন্য আপানাকে নিকটস্থ রাউটার সপ এ যেয়ে কথা বলতে হবে।
আচ্ছা আপনারও কি ঠিক একই সমস্যা ছিল? তবে পরে যেয়ে সেটা থেকে মুক্তি পেলেন কিভাবে? আপনার জানা এমন কোন বুদ্ধি কি আছে যেটা আপ্লাই করলে কাজ হবে? আপনার বুদ্ধি শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে।
কোন মতামত বা পরামর্শ থাকলে সেটিও কমেন্ট বক্সে দিতে পারেন। পরবর্তীতে আমরা আপনার মতামতের উপরে ভিত্তি করে পোস্ট দেবার চেষ্টা করবো।