১৯৯৪ সালে রুয়ান্ডায় ‘হুতু’ ও সংখ্যালঘু ‘তুতসি’ এই দুই জাতির বিদ্বেষকে কেন্দ্র করে নৃশংস গণহত্যার উপর ভিত্তি করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘হোটেল রুয়ান্ডা’ মুভিটি। মুভির শুরুতেই ‘হুতু’ নিয়ন্ত্রিত রেডিও ঘোষণা থেকেই সংঘাতময় পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। তাই মুভির প্রধান চরিত্র পল রোসেসবেগিনা, হুতু মিলেশিয়া প্রধান ‘জর্জ রুতুগুনডু’ ও সেনাবাহিনীর প্রধান ‘জেনারেল বিজিমুঙ্গু’র সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে সাবধানে চলাফেরা করেন। কিন্তু এসব কোন কাজে আসে না যখন রুয়ান্ডার প্রেসিডেন্টের হত্যাকে কেন্দ্র করে হুটু গোষ্ঠীর আগ্রাসী লোকেরা বিদ্রোহী তুতসি গোষ্ঠীর মানুষদের হত্যা শুরু করে। হোটেল মি’কোলিন হুতু আক্রমন থেকে কিছুটা নিরাপদ কারন হুতুরা জানে হোটেলটিতে বিদেশী সাংবাদিক ও ইউএন অফিশিয়ালরা অবস্থান করছে। এজন্য আস্তে আস্তে রেডক্রস ও ইউএন ক্যাম্পে আশ্রয় নেয়া রিফিউজিদের ভিড় বাড়তে থাকে। এক এক করে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১২৬৮ তে! কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন বিদেশীদের হোটেল থেকে চলে যেতে থাকে। তাদের চলে যাওয়া এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় হোটেলে পড়ে থাকা টুটসিদের। এরপর শুরু হয় নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে হোটেল ম্যানেজার পলের এত বিশাল রিফিউজিদের নিয়ে কূটনীতি ও বুদ্ধি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম। প্রতিটি দিন যেন একটি নতুন জীবনের জন্ম দেয়, বেঁচে থাকার আশা অনেক হতাশাকে জয় করেও অসহায়ত্বের কাছে পরাজয় বরণ করে।
মুভিটিতে গৃহযুদ্ধকালীন সময়ে প্রকৃত অবস্থা যেমন- নিরস্ত্র ব্যাক্তিদের অসহায়ত্ব ও কিছু লোভী ব্যাক্তিদের সেই অসহায়ত্বের সুযোগ নেয়া, খাদ্য ও পানি সংকট, উৎকোচ, লুটতরাজ, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার দৃশ্য, অস্ত্র ব্যাবসা, হত্যার পর লাশ নিয়ে উল্লাস ইত্যাদি মুভিতে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। এছাড়া এ মুভিতে স্বার্থবাদী আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নীরব ভূমিকার বর্হিপ্রকাশ চোখে পড়ার মত। হোটেলের শত শত রিফিউজিকে অসহায়ত্ব ও অনিশ্চয়তার মাঝে রেখে নির্লজ্জের মত চলে যাওয়া এবং সাংবাদিকেরা শত শত ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করার ভিডিও ফুটেজ হাতে পেয়েও আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার না করা তার উদাহরন। পল এক সাংবাদিককে মিডিয়ায় এসব প্রচার না করা কারণ জিজ্ঞেস করলে সে অকপটে বলে- “If people see this footage, they'll say, 'Oh my God, that's terrible,' and they'll go on eating their dinners.” মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও দক্ষিণ আফ্রিকার যৌথ প্রযোজনায় হোটেল রুয়ান্ডা মুভিটি পরিচালনা করেছেন উত্তর আয়ারল্যান্ডীয় পরিচালক টেরি জর্জ। অস্কারের তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন ও আইএমডিবিতে ৮.২ রেটিং পাওয়া এ মুভিটিতে ‘পল রুসেসাবাগিনা’র চরিত্রে অভিনয় করেছেন ডন চেডেল।
সাবটাইটেল ডাউনলোড লিংক
http://subscene.com/subtitles/hotel-rwanda/english/754952
মুভিটির ট্রেইলার দেখুনঃ
0 মন্তব্য:
Post a Comment