Monday, 24 August 2015

অ্যাপোক্যালিপ্টো (Apocalypto): ২০০৬ - Movie Review + Download Link




মুভিটি মায়ান সভ্যতার সময়ে সৃষ্টিকর্তাকে উৎসর্গ করার উদ্দেশ্যে শান্তিপ্রিয় জংলীদের ধরে নিয়ে যাওয়া এবং স্ত্রী ও সন্তানের প্রতি ভালবাসার টানে বর্বর ও দুর্ধর্ষ যোদ্ধাদের আস্তানা থেকে পালিয়ে আসার কাহিনী নিয়ে নির্মিত। বনের মধ্যে একটি শান্তিপ্রিয় গ্রামের দৃশ্য দিয়ে মুভিটি শুরু হলেও শান্তির যবানিকা পতন হয় একদল দুর্ধর্ষ জংলীর গ্রামটি আক্রমন করার মধ্য দিয়ে। জংলীরা গ্রামের সবাইকে ধরে ফেললেও ‘Jaguar Paw’ (মুভির নায়ক) তার প্রেগনেন্ট স্ত্রী ও ছোট সন্তানকে এক গভীর গর্তে লুকিয়ে রাখতে সক্ষম হয়। কিন্তু তার বাবা ও বন্ধুদের বাঁচাতে সেও ধরা পড়ে যায়। এরপর জংলীদের বর্বরতার মাঝেও ভাগ্যক্রমে বেঁচে থাকা ও নানা ঘটনার মধ্য দিয়ে আহত অবস্থায় প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসা – এ হচ্ছে মুভিটির কাহিনী সংক্ষেপ।
এ মুভিতে পালিয়ে যাওয়ার সময় পিছু নেওয়া জংলীদের একে একে শেষ করার থ্রিলার, জংলীদের বর্বরতা ও উদ্ভট নিয়ম, নায়কের কৌশল, জংলীদের অদ্ভুত ভাষাশৈলী এবং মুভির প্রথম দিকের কমেডি আপনাকে পরিপূর্ণ আনন্দ যোগাবে। অস্কারে মনোনয়ন ও আইএমডিবিতে ৭.৮/১০ রেটিং পাওয়া অ্যাডভেঞ্চার ও থ্রিলারধর্মী এ মুভিটির কাহিনী-লেখক ও পরিচালক ‘ব্রেভহার্ট’ খ্যাত মেল গিবসন।

মুভি ডাউনলোড লিংক
http://www.yifymovies.com/2013/06/apocalypto-2006-1080p-brrip.html

সাবটাইটেল ডাউনলোড লিংক
http://subscene.com/subtitles/apocalypto/english/757154

মুভিটির ট্রেইলার দেখুনঃ 


0 মন্তব্য:

Post a Comment