A Moment To Remember:
Korean Movie
কোরিয়ান নাম: নে মরি সোগি জিওগে (There is an Eraser in my Head)
Genere: Sad Romantic
IMDb রেটিং ৮.২
A Moment To Remember |
"নোটবুক" দেখা থাকলে "আলঝাইমার" অসুখটা সম্পর্কে জানা থাকার কথা। ভুলোমন নায়িকা(সুন এ জিন/সু জিন), ভুলে যাওয়া রোগের জন্যই নায়কের(উ সাং জুন/ছুল সু) সাথে পরিচয়-আ্যক্সিডেন্টাল পরিচয় যাকে বলে আরকি।
নায়িকার পূর্ব প্রেমের ইতিহাস থাকে একটা, যেইটা তার পরিবার মাইনা নিছিলো না। তারউপর যখন সে এ্যরোগেন্ট একটা কার্পেন্টারের প্রেমে পড়ে আরেকবার, তখন ও অনেক ঘাপলা হয় পরিবারে। কিন্তু প্রেমের জয়...
ছেলেটার ইতিহাসে থাকে তার মা তারে ফেলে অন্য কোথাও চলে যায়, স্পয়েল্ড লাইফে যায় আরকি----
তারপরও তাদের সংসারে ভালোবাসাটা ব্যাপক রোমান্টিক ছিলো। কিন্তু একসময় মেয়েটা সবকিছুই ভুইলা যাওয়া শুরু করে----ডাক্তার জানায় আলঝাইমার, প্রস্তুতি নেয়া শুরু করা দরকার। কারন এক সময় মেয়েটা খিদা লাগলে খেতে হবে, ব্লাডার কন্ট্রোল করা..সব কিছুই ভুইলা যাবে, নিজেকে বা ছেলেটাকে মনে রাখতে পারার প্রশ্নই উঠেনা..
একেকদিন মেয়েটা সব ভুলে যায়, ছেলেটা পাশে থাকে...আবার একেক দিন... এরপর জানতে হলে দেখতে হবে মুভিটা।
নায়িকার পূর্ব প্রেমের ইতিহাস থাকে একটা, যেইটা তার পরিবার মাইনা নিছিলো না। তারউপর যখন সে এ্যরোগেন্ট একটা কার্পেন্টারের প্রেমে পড়ে আরেকবার, তখন ও অনেক ঘাপলা হয় পরিবারে। কিন্তু প্রেমের জয়...
ছেলেটার ইতিহাসে থাকে তার মা তারে ফেলে অন্য কোথাও চলে যায়, স্পয়েল্ড লাইফে যায় আরকি----
তারপরও তাদের সংসারে ভালোবাসাটা ব্যাপক রোমান্টিক ছিলো। কিন্তু একসময় মেয়েটা সবকিছুই ভুইলা যাওয়া শুরু করে----ডাক্তার জানায় আলঝাইমার, প্রস্তুতি নেয়া শুরু করা দরকার। কারন এক সময় মেয়েটা খিদা লাগলে খেতে হবে, ব্লাডার কন্ট্রোল করা..সব কিছুই ভুইলা যাবে, নিজেকে বা ছেলেটাকে মনে রাখতে পারার প্রশ্নই উঠেনা..
একেকদিন মেয়েটা সব ভুলে যায়, ছেলেটা পাশে থাকে...আবার একেক দিন... এরপর জানতে হলে দেখতে হবে মুভিটা।
খুব উচ্চ ভাবের কিছু না, কিন্তু সিনেমাটা অসাধারন. না দেখলে এখনই দেখে ফেলতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ
আরও মুভি রিভিউ দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ
http://www.usalistingdirectory.com/index.php?list=latest
দয়া করে কেউ কমেন্ট করতে ভুলবেন না... Please Comment After complete your Reading...
ReplyDelete