দ্যা সিক্স্থ সেন্স একটি মনস্তাত্ত্বিক ও আধাভৌতিক টাইপের মুভি। মুভিটিতে ম্যালকম ক্রো (ব্রুস উইলিস)একজন মনোরোগ বিশেষজ্ঞ। মুভিটির শুরুতেই ম্যালকমের সাবেক এক রোগী তার প্রতি গুরুত্ব না দেয়ায় ম্যালকমের বাসায় ঢুকে অঘটন ঘটিয়ে বসে। এজন্য ম্যালকম ‘কোল সিয়ার’ (হ্যালি জোল অজমেন্ট) নামে একটি ছোট ছেলের মনস্তাত্ত্বিক সমস্যাকে গুরুত্ব নিয়ে সমাধানের চেষ্টা করে। কোলের সমস্যা জানা ও কোলকে নিবিড় পর্যবেক্ষণের জন্য কোলের সাথে ম্যালকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। ‘কোল’ তার সমস্যার কথা ম্যালকমকে জানায় যে- ‘সে মৃত ব্যাক্তিদের দেখতে পায় এবং তারা জীবিতদের মতই ঘুরে বেড়ায় কিন্তু তারা জানে না যে তারা মৃত।’ ম্যালকম কোলের কথা বিশ্বাস করে। এক পর্যায়ে কোল এবং ম্যালকম বুঝতে পারে যে মৃত ব্যাক্তিরা কোলের সাথে দেখা দেয় কারন তারা কোন একটি বিষয়ে কোলের সাহায্য চায় এবং কোলকে দিয়ে কিছু কাজ করিয়ে নিতে চায়। এরই পরিপ্রেক্ষিতে কোল ও ম্যালকম এক কিশোরী মেয়ের মৃত্যু রহস্য উদঘাটন করে। এতে কোলের ভীতি কেটে যায় এবং সে স্বাভাবিক হয়ে উঠতে থাকে। তবে মুভিটির শেষ দৃশ্যে আছে চরম এক টুইস্ট। এটি এমন এক টুইস্ট যেটি দর্শক-মনকে পুরো মুভিটি ‘রিউইন্ড’ করে ভাবতে বাধ্য করবে যে ‘কী হলো এটা?!’ মুভির অনেকটা জুড়ে আছে ম্যালকমের প্রতি তার স্ত্রীর অবহেলার দৃশ্য। শেষ দৃশ্যে এসে সেই অবহেলার দৃশ্যগুলোই দেখে মনে হবে ম্যালকমের স্ত্রী ম্যালকমকে কত গভীর ও কত বেশি ভালবাসাতো!
মুভিটিতে ব্রুসের ও হ্যালির অসাধারন অভিনয়, শেষের দিকে কোল ও তার মায়ের আবেগঘন কথপোকথন, কাহিনীশৈলী এবং ব্রুসের ও তার স্ত্রীর আবেগপূর্ণ ভালবাসা আপনার হৃদয়ে দাগ কাটবে। অস্কারে মনোনয়ন ও আইএমডিবিতে ৮.২/১০ পাওয়া এই অসাধারন মুভিটির পরিচালনায় ছিলেন এম নাইট শ্যামালান।
মুভি ডাউনলোড লিংক
মুভির ট্রেইলার দেখুনঃ
0 মন্তব্য:
Post a Comment