অনেকেই আছেন যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে। ইচ্ছা করে অনেক সময় প্রয়োজনীয় কথাগুলো রেকর্ড করে রাখতে। কিন্তু সমস্যা হচ্ছে মার্কেট প্লেসে যে ফ্রি কল রেকডার অ্যাপস গুলা পাওয়া যায় সেগুলা খুব একটা ভালো কাজ করে না।
যতই ভালো করে সেটিং করে রাখেন না কেন দেখবেন দরকারের সময় আর কাজ করবে না। আবার অনেকেই না বুঝে ব্যাকগ্রাউন্ডে রানিং অ্যাপস গুলা স্টপ করে রাখেন। সমস্যা অনেক সময় সে কারনেও হতে পারে।
তো সে যাই হোক আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেরা একটি ফ্রি কল রেকডার অ্যাপস এর সাথে। যেটি ব্যবহার করে ফ্রিতে ভয়েস কল রেকর্ড করে রাখতে পারবেন।
# প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন।
# ইন্সটল করার পর পছন্দের থিম নির্বাচন করুন। চাইলে আপনার রেকর্ড করা ফাইল গুলো গুগল ক্লাউডে সেভ করে রাখতে পারবেন।
# সেটিং অপশনে যান, এবার ইচ্ছা মতো রেকডিং ফরমেট পরিবর্তন করে নিতে পারবেন। মনে রাখেবেন যত হাই কোয়ালিটি রেকডিং চাইবেন তত সেটার সাইজ বড় হবে।
এছাড়াও আছে অনেক অসাধারন কিছু ফিচার যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করে ট্রাই করে দেখতে হবে।
চলুন এবার কথা না বাড়িয়ে ফ্রিতে অ্যাপসটি ডাউনলোড কর নেয়া যাক।
!!ডাউনলোড লিংক!!
0 মন্তব্য:
Post a Comment