Saturday, 5 September 2015

পৃথিবীর প্রথম হৃদপিণ্ড বিহীন ব্যাক্তি !!

medical university in ukraine

ভদ্রলোকের নাম - 
Craig Lewis, বয়স 55 মার্চ ২০১১- এর ঘটনা ।
উনার হার্ট এ একটা মেজর ক্লিনিকাল প্রবলেম ছিল – যার কারনে তিনি প্রায় মৃত্যুশয্যায় । এমন অবস্তায় আমেরিকার টেক্সাস এর ২ ডাক্তার তার পাসে এসে দারান ।
তারা উনার পুরো হার্টটা ফেলে দিয়ে একটা “অনবরত পাম্প” বসিয়ে দেন।
মজার বিষয় এটাই যে পাম্পটা তারা নিজেরাই বানিয়েছেন পুরপুরি হার্ট এর মত শব্দ আর বিট করে না ।যেটা মেডিকেল সায়েন্স এর একটা নতুন দিগন্ত ।
আজ এই পর্যন্তই। মেডিকেল এর দুনিয়ার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আবার আসার কামনা রাখি।
টিউনটা পরে ভাললাগলে কমেন্ট আশা করি।


0 মন্তব্য:

Post a Comment